সলাজ বধু কাঁদছিল বেশ,
পূবের রাঙ্গা রবির আলো ও কাঁপছিল;
চাপাকান্না ভাসছিল রেশ,
পৌষালি রোদ কুয়াশা নয় তাপ ছিল।


শীতল ক্ষণে ভোর বিহানে,
ঝরা ফুল নিথর ছবি মনের কোণে ভাসছিল;
এমন দিনে তার বিহনে,
হৃদয় জুড়ে আঁধার ঝড় ঘূর্ণিপাকে আসছিল।


গত শীতের এমন দিনে,
পতিদেবতা চরণকমল বাসরশয্যা সাজ ছিল;
কথা ছিলো আনবে কিনে,
সিঁদুর কৌটা নতুন শাঁখা, সেই সুর বাজছিল।


ভাগ্যদেবী যেন অপ্রসন্ন,
সাত পাকে বাঁধা বাঁধনে কোথাও ভুল ছিল!
হতভাগী কেন অবসন্ন,
অকালে পতির মরণ নাকের ডগায় ঝুলছিল!


মালাবদল দৃষ্টি কোষ্ঠী,
পূজার থালায়, মায়ের পায়ে, সুখের মিল ছিলো;
অকাল বৈধব্যদশা সৃষ্ট ষষ্ঠী,
চিতার কাষ্ঠে বাড়তি কষ্ট, অকালে অমিল দিলো।