এক শ্রেণি করছে লড়াই, নিত্য বাঁচার অধিকার;
অসম সাম্য, তুচ্ছ বড়াই, অজানা স্বাধিকার!
অনাদি এই বৈষম্য রূপ, নতুন নয় আবার;
পরিমিত চাওয়া, নিয়মিত পাওয়া! অল্প খাবার।


শতচ্ছিন্ন তালি ও কালি, মলিন সেও বস্ত্র হয়
ঐতিহ্য ও হাল ফ্যাশন তাদের কভু চাওয়া নয়,
ইজ্জত বাঁচার আব্রু ঢাকার সামান্য কাপড় চাই!
সজ্জিত ধোপদোরস্ত জরিদার আঁচল চাওয়া নাই।


যাযাবর নয়, মাথা গোঁজানোর নিত্য খোঁজে ঘর;
অন্য শ্রেণির রঙিন ঘর, ছাদের উপর ছাদ পরপর!
ক্লান্ত দেহে পরিশ্রান্ত ঘুম, সামান্য ছাওয়া নিবাস;
নির্লিপ্ত! প্রাসাদ বিলাস, আয়েশ ভরা অধিবাস।


ব্যাঙের আবার সর্দি! এসব অসুখ এমনি সারে!
রক্ত ঘামের রুটিরুজি অন্যশ্রেণি লুটে মারে,
স্বাস্থ্যনীতি, পরিচর্যা, ফ্রি চিকিৎসা থাকে আড়ে!
রুগ্ন জন্ম! এই শ্রেণির অসুখ বাড়ে, জীবন কাড়ে।


নিরক্ষরতা মুক্ত স্লোগান ভারি, উন্নতি ও ক্রমশ;
অগাধ ব্যয়ে ডিগ্রি পদক, বিত্তবানে বৃত্তি প্রায়শ!
অশিক্ষিত স্বশিক্ষিত শ্রেণি, সুশিক্ষিত বাকি কত?
অভাবিত পাঁচ অভাবে, এই শ্রেণির জীবন ক্ষত।
........................         .........................
___________  মুদ্রিত© প্রকাশিত ____________