নদী ছিল কলকল, আঁখিদ্বয় ছলছল,
আজ নদী মৃতপ্রায়, আঁখিজল টলমল,
           হেলায় দেখেনি কেউ!
         কত ছিল গাঙ্গেয় ঢেউ।


আজ এই অবেলায় কেন ডাক দিলে!
চলে গেলে একেলা, সঙ্গে নাহি নিলে,
        হৃদয়ে বেঁধেছি নিরাশার ঘর,
     নিদাঘে পুড়েছে প্রত্যাশার প্রহর।


    স্বপনে রইবে যদি, প্রকাশ্যে কেন এলে!
জাগরণে ভ্রান্তিবিলাস, কালের দ্বৈরথ ঠেলে;
             খুঁজিনা আর সুখদুঃখভয়,
                নিখোঁজ জয়পরাজয়।


টিমটিম প্রদীপ আলো, মিটিমিটি জ্বলে তারা,
উজ্জ্বল নয়, প্রোজ্জ্বল নয়, আভাসে দীপ্ত ইশারা;
            শুনি, ঝরাপাতার মর্মরধ্বনি,
           সবুজ বসন্তেও নাচে না ধমনী।


দ্রবিণ দ্রবীকরণ সম, পুড়ে গেছে মোহ, দ্রোহ!
দ্রাক্ষাফল ভ্রম, ঝুলন্ত সম্মুখে, করিনা বিদ্রোহ!
       আমার আমি, হয়তো আমাতে নেই,
           তুমি, ঠিকই আছ আগের সেই।