অশান্তির বিষবৃক্ষ, কণ্টকময় বিষফল চৌদিক
বন্ধ কর ছোটাছুটি, হতাশায় দিগ্বিদিক;
সুবাসিত করো জীবন, চাঁপাফুল ঘ্রাণে
মানবীয় মানবতা তরে মিলেমিশে প্রাণে।


' ভুঁই চাঁপা ' গুণধর তবুও মাটির কাছাকাছি
নয়তো ' হিম চাঁপা ' হয়ে অগ্র ডালে বাঁচি
নির্জন পাহাড়ি বনে সুন্দর ' নাগ চাঁপা '
' ডুলি চাঁপা ' বনে বনে যেন নিয়ম মাপা।


হাতে হাত রেখে গড়ো ' স্বর্ণচাঁপা ' আসর
তীব্রতর কর্মের সুবাসে চাঁপাফুল জীবন বাসর,
কর্ম গুণে প্রশান্তি ছড়াও, বিলিয়ে শান্তির পরশ;
' গোলক চাঁপা ' নিরুপম ঘ্রাণে হও সরস।


' কাঁঠালিচাঁপা ' মাদকতা নাও অভ্যাসবশত
' কাঠ চাঁপা ' হয়ে, স্নেহ প্রেম শ্রদ্ধায় গড়ো বসত;
দৃশ্যমান ' দোলনচাঁপা ' হও সাঁঝ কিবা রাতে
' মন চাঁপা ' ফুল সাজো, ঘৃণা ভুলো যাতে।


সহজিয়া ' কনকচাঁপা ' হও, আর কিছু না পারো
' মুচকুন্দ চাঁপা ' ভেদাভেদহীন করবেই আরো,
হিংসা ও হিংস্রতা ছেঁটে, হও নিষ্পত্র শুভ্র ' করচি '
ফুল নাহোক, সুন্দর জীবনে অশান্তি হবেই অরুচি।


উপমা চাঁপাফুল ঘ্রাণ, সুবাসিত জীবন আকুল
সাদামাটা ঝরে পড়া, অতুল সেও সাদা ' বকুল '।
________________©________________