অবশ অনুভবে উপহাস যখন প্রতি রাত,
বিবশ পরাভবে উপোস তখন মাঝরাত!
শব্দ, মেকি বিভ্রম বেশুমার;
ক্ষুব্ধ, সেকি মতিভ্রম বিমার।


সিঁড়ি ভাঙ্গার দাপাদাপি আওয়াজ মুখর,
গিরিডাঙ্গার চাপাচাপি রেওয়াজ প্রখর!
বিড়ি টানা কাশির মত নিঃশব্দ খুনি,
বুড়িপনা হাসির শত সশব্দ ঝুন্ ঝুনি।


গঞ্জের হাটে আড্ডার রেশ জমছিল,
ব্রোঞ্জের প্লেটে মণ্ডার আবেশ ছিল;
রাত পেরিয়ে বেশিই হয়ে গেলো!
পথ হারিয়ে তাই ভয়ে এলোমেলো।


সেদিন যেন আরো বেশি শব্দ হয়,
প্রতিদিন কেন তার আগ্রাসী জব্দ ভয়!
নাহ! প্রতিকার কিছু চাই,
বাহ! চমৎকার পিছু যাই।


করবোই বিহিত, সিদ্ধান্ত নিবিড় মনে;
ধরবোই নিহিত, ভ্রান্ত সিঁড়ির কোণে!


দেখি, সহস্র স্বপ্ন দুঃস্বপ্নে জড়াজড়ি
একি! বিবস্ত্র দুঃস্বপ্ন ও স্বপ্নে গড়াগড়ি।।