হাঁটছি শুধুই একা, পথ হারিয়ে হইনি বোকা!
আগর বনে সাঁঝের মায়া ঝরছে থোকা থোকা,
খানিক দূরে এলাচ ছড়ায় মাতোয়ারা সুঘ্রাণ
সখা মোর চোখের আড়াল পাগলপারা প্রাণ।


গোধূলি লাল অস্তাচলে আনমনে,
জুঁই চামেলির গন্ধ ঢেলে মৌবনে,
হলেম আমি দিশাহারা গহিন বন অজানা
নীড়ের পাখি ধার দিবে কি দুটি ডানা!


একটু পরেই রুপোলী রাত পূর্ণিমাতিথি,
প্রিয় আমার কোন অলখে সেজেছে বীথি;
দৃষ্টিপাতে মনোহরা আঘ্রাণ সুধা কত
আপন যেইজন অন্তরে, ঠিক তাহার মত।


বনমল্লিকা আভাসে হেসে কুটিকুটি,
ফিসফিসিয়ে কলাবতী সঙ্গে মোরগঝুঁটি
আকন্দ বলে তাহার মাঝেই লুকিয়ে প্রিয়,
বুনো হিজল ঝরে বলে, আমায় তুলে নিও।


কত রূপে হেরি উর্বশী প্রেয়সী প্রিয়জন,
মানে না মন, পাল্টাই ধরণ ভিন্ন আয়োজন;
চাঁদও মৃদু হাসে সাথে জোছনার ইশারা
অদূরে গান ভাসে হয়েছে সখা ঝর্ণাধারা।


বনের পারুল, যামিনী কামিনী, কচি দূর্বাঘাসে;
রাতভর দেখেছি আমি, প্রিয়মুখ শুধুই  হাসে।
---------------------------------