বসন্ত এলে সবুজ দোলে বসন্তসখ গায়,
তপ্ত হৃদয় বিরহ ভুলে প্রাণসখা চায়!
কৃষ্ণচূড়া রূপমুগ্ধ হয় কত হৃদয় কানন,
শত উপমা ভালবাসায় উচ্ছ্বসিত আনন।


কত কথা কবিতা গান কল্পনার সজ্জায়,
' কৃষ্ণচূড়া '  তাই এত লাল রঙিন লজ্জায়!


' রাধাচূড়া ' আক্ষেপহীন দম্ভহীন প্রকাশে,
রঙ দেখে প্রেমিক জন এসে পড়ে সকাশে!
শরীরের ভিন্ন গঠন পুষ্প বর্ণ এক অভিন্ন,
লাল, হলুদ কৃষ্ণচূড়া ভেবে ভুল হয় বিভিন্ন।


সারাবছর সব ঋতু প্রায়শই অমলিন,
' রাধাচূড়া ' যেন যুবতী রাধা সুমতি চিরদিন।


' কনকচূড়া ' বসন্তে আসে গ্রীষ্ম নাগাদ সাথী,
একটাই রূপ হলুদ রঙের প্রেমময় সারথি;
ঈর্ষা কিছু গভীরে, কৃষ্ণচূড়া রূপ শরীরে
গন্ধ সুধা মধু তৃষা সমান ভাসে সমীরে।


ভ্রমর আসে গন্ধ ভাসে মৌমাছি সুবাসে,
সোনারঙ ' কনকচূড়া ' সার্থক প্রস্ফুট বিভাসে।


রাধার মত কমনীয়া রূপের রাধাচূড়া,
কৃষ্ণ কেশের খোঁপা, বন্ধনী বেশ কৃষ্ণচূড়া
উজ্জ্বল কনক আভা প্রিয় কনকচূড়া,
তিনরঙা প্রেম ঝলক, বয়সী নবোঢ়া অনূঢ়া।
--------------------------------