তবে কি থাকবো একা! একাকীত্ব বেশ
সঙ্গপ্রিয় অসঙ্গতি ছেড়ে দুষ্ট রেশ!
সঙ্গোপনে নতুন জীবন কিংবা ভিনদেশ,
অপ্রিয় ভাবনাহীন সঙ্গীহীন সুখ আবেশ।


দিনে দিনে বাড়ে দেনা প্রীতির আনাগোনা,
ভালবাসা হয়না চেনা, মিথ্যার জাল বোনা;
সুদিনে সব দুধের মাছি উড়ে ঘুরে অনেক
দুর্দিনে রব, পালিয়ে বাঁচি আরো দূরে খানেক।


মানুষ যদি সেরা দলবদ্ধ সমাজবদ্ধ জীব,
মানুষ আমি নাকি তুমি! পাপবিদ্ধ আজীব
কষ্ট করে চেষ্টা ধরে নষ্ট হওয়া রুখি
সুখ বুননে সাথীর তরে প্রায়শই হই অসুখী।


আপন যারে ভাবি, দুদিন পরেই হয় কোপন;
মিষ্টি রূপে দুষ্ট ছবি লুকিয়ে রয় গোপন!
মনের সাথে মিলে না মন, খুঁজি প্রিয়জন;
মানুষরূপী মোড়ক শুধুই, নিত্য দহন পোড়ন।


তবে কি সংজ্ঞা বদল? সমাজ কিবা সামাজিক
দানব সাজের অদলবদল! সলাজ শত ধিক
জ্ঞানীগুণী যুক্তিজাল দিচ্ছে আরো দিক,
এমন মানুষ চাই না হতে, দুঃখ দিতে অধিক।
----------------------------------