কবিতা মধুর, কবির আঙ্গুলে কড়া!
............... বর্ণনা সার হয় না পড়া,
       জানাশোনা, অসার টনক নড়া।


............. যুগের হাওয়া! না কিছুপাওয়া!
নিজের খুশি, যাচ্ছেতাই শব্দ গেঁথে যাওয়া।


বর্ণ শব্দে জালবোনা, খেয়ালে গড়া
চাওয়া পাওয়া অদৃশ্য অদৃঢ় হেয়ালী ধরা!
কবি জানে বেশি! শুদ্ধ অশুদ্ধ গাঁটছড়া
ক্রমাগত প্রসব, বাধাহীন বর্ষা খরা!


প্রশংসা প্রশান্তির রমরমা প্রভাব,
কবিতায় জাদু আছে,
টেনে নেয় মধুর কাছে,
কবিমন সাদা,
আলোকিত সুর সাধা,


দুরন্ত চঞ্চল মৌ লোভী স্বভাব!
ছুটে আসে মধুকর, মধুবনে তিয়াসা শরাব
উড়ে উড়ে ঘুরে প্রকাশিতে  মনোভাব।
........ অদৃশ্য বারতা প্রয়োগে অভাব!


কবিতা হাজির! অবিরত অবারিত
কবিতা মনোরমা মনেরমত,
ক্ষতি নেই লিখা হোক শত,


প্রাণের চর্চা কবির ইচ্ছা,
পাঠকপ্রিয় হতেও রহস্যঘন কেচ্ছা!


কবি জানেনা, পাঠকমাত্রই জানে,
       কোন টানে আকর্ষণ বেশি,
................... পাঠকের খুশি।