কেতাদুরস্ত সাহেব আমি, অভাগা পরদেশী;
প্রতিষ্ঠান, পরিধান, কথাও বলি ভিনদেশী
এ যে আমার কর্মের দায় -
প্রাণ করে আনচান, বুক ফেটে যায়!


গুমরে কেঁদে উঠে মন ' মা ' মা বলে,
জবাব বাংলাভাষায় মায়ের চোখের জলে,
হায়রে আমি খাঁচার পাখি বদ্ধ অসহায়!
বাংলাভাষা, মায়ের আঁচল, শুদ্ধ রসনায়।


নানা দেশে বন্দরে ঘুরি পথে প্রান্তরে,
মুখে যে খই ফোটে, জ্বলে দ্বিগুণ অন্তরে
স্মৃতির শহীদমিনার সাজাই, প্রতি প্রহরে;
খুঁজি ফিরি, মধুর স্বরে বাংলা কোথায় ঝরে।


আমার দারুণ দুঃখ হয়, কেঁদেই মরি
একুশ এলে প্রভাতফেরি, মহান ফেব্রুয়ারি
বাংলাভাষার গান কবিতায় মিনতি করি,
আমি চাই চর্চা বাড়ুক, বিস্মৃত চেতনা স্মরি।


সাহেব যত ভাগ্যগুণে, কর্মঠ যারা কুলি;
মোসাহেবি নয় কর্মগুণে, যেয়োনা তাদের ভুলি!
ভিনদেশী অধম, না বুঝে বলুক  ' বাঙ্গাল ' বুলি!
সুযোগ পেলেই বাংলার কথা শুনিও প্রাণ খুলি।


বিশ্বজনীন দিবস আজ বাংলাভাষা জয়জয়কার,
প্রতিদিন ভাষার টান, ঘুচাও মনের হাহাকার;
বাংলা বলো চর্চা করো, বলুক লোকে বাঙ্গাল!
বীরের জাতি উচ্চশির, নয়কো ভুখা কাঙ্গাল।