চিরন্তন সহজাত অন্তরে স্বভাবজাত
অদেখা মন্থন ফোটায় পারিজাত
বহুরূপ তরঙ্গ ধ্বনি মধুর বেজে যায়
অপূর্ব অভূতপূর্ব রাগিণী বাজায়,
মৃদুস্বর মৃদুস্পর্শ মৃদুভাব শুভ্র
কখনো উচ্চমাত্রা কঠিন সুতীব্র।


পুলকে উচ্ছ্বাসে
ভাসায় আরো সীমাহীন ভাসে,
দুরন্ত জলোচ্ছ্বাসে প্লাবিত তটরেখা
নিরন্তর হাবুডুবু তবে ডুবসাঁতার শেখা!
পলিধৌত সমতল ঊষর কিবা উর্বর
হেঁটে পার দিগন্ত বরাবর, চঞ্চল দুর্বার।


বাড়ে দ্বিগুণ ধৈর্য, অসহ্য সহ্যগুণ
অনুভব ভুলিয়ে দেয় ক্রোধের আগুন,
সত্য নাকি বিশ্বস্ত আবেগ কল্পনাপ্রবণ
নিত্য তাপে উত্তপ্ত স্বপ্ন, নিখাদ দ্রবণ।


সুবিশাল বিস্তৃতি চায়, অগভীর পায়
সুখবিভোর ঢেউ পানে অধীর জড়ায়,
কুহকী আসর সাজায় বাসর ফুলহার
সর্পিল নদী টানে মিশে কভু একাকার!


বিবর্তিত সোনালী অতীত
আবর্তিত ভবিষ্যত অধীত
কষ্টাতীত সাধ্যাতীত প্রাণপণ কত চেষ্টা
ঘাত প্রতিঘাতে প্রাপ্তির অতৃপ্ত তেষ্টা!


সরল বা গরল গিলে, মিল আর অমিলে
জগতে সর্ব প্রেমে, দগ্ধ প্রেমিক তিলেতিলে।
তবুও প্রেম! কত রূপে শত বর্ণ গন্ধে
প্রেমিক প্রবর হাসে, কাঁদে বেশুমার ধন্ধে।
_______________________________