বিশ্বের স্রষ্টা জানি বিশ্বাস অমিয়
আলোকচ্ছটা নাকি তুমি বেশি প্রিয়
ভুল মানি তবুও তুমি কত দয়াময়
অদৃশ্য ইশারায় আমায় দাও সুখ জয়
তোমার করুণা দিয়ে ভুলিয়ে ভয়।


পদবী সৃষ্টির সেরা সাথে বাড়িঘর
তুমিই মহান প্রভু, আমি নিরেট স্বার্থপর
ফাঁদ পাতি বাঁধ কাটি শিকারি হই
শ্বাপদ পাপী হই অজ্ঞানী ও পাগল রই
তবুও তোমার ছায়ায় বাঁচি দশাসই।


আলখাল্লা আভরণে আমি লুকাই
মসজিদ, মন্দির, মঠ, গির্জাতেও যাই
তোমারে নাহি দেখি অদৃশ্য গোপন
বহুরূপী সাজে সাজি নিষ্ঠুরতম কোপন
তবুও তুমি কেন ভালবাস আপন!


মানি না শুনি না, ভালবাসি না স্থির
অস্থিরচিত্ত এ অপবিত্ররে রাখো সুস্থির!
যাযাবর হৃদয়ের লিপ্সায় ঘুরে বেড়াই
সর্বত্র তোমার উপস্থিতি ফিরে নাহি চাই
তবুও তুমি কেন নিরাপদে দাও ঠাঁই !


বেখেয়ালি হেঁয়ালিতে ভুলি অবদান
কত ছোট আমারেই করো বড় ও প্রধান
নাদান, মুর্খ, অসুর মানি না সত্য বিধান
বাতিল গোলমেলে রীতিনীতি প্রণিধান
তবুও ভালবাস সমান, মধুর প্রতিদান।