সাদা মেঘ বিছিয়ে, বিষে থাকো বসে;
রস শেষে বশ হতে চাও কালো কষে
কালোমেঘ উঁচু থাকে বিশ্বাস ছাড়িয়ে
শোন কি ইশারায় বলে নিশ্বাস বাড়িয়ে!


কালো কত বালিকা পথের ধারে
কালিমাখানো কতেক কালো অভিসারে
কালো হাত ধরাধরি কিছু কালো ক্ষণ,
কালো পায়ে হেঁটে যায় সাদা শিশুমন।


কালো কিছু নারী, কালো পুরুষ বোধন
কালো শিশু নবজাত, নাড়ীছেঁড়া রোদন
কালো কিছু চুল সেও সুন্দর আপন,
কালো অতল ভুল, দেখে নিও গোপন।


কালো দিন উল্টিয়ে করে দাও রঙিন,
কালো দুইজোড়া চোখ দেখো কি সঙ্গিন;
কাজল বিহীন কালো দৃষ্টিও মধুর
সুন্দর না গভীরতা কালোতে সুদূর।


কালো হারমোনিয়াম বেহালায় কাঁদে সুর
কালো কপালেরর ঘাম সমান বেদনা বিধুর,
কালো তিল গালে গলে কালোরাত চাঁদহীন
কালো ঠোঁট মিষ্টি চুমু, প্রাপ্তি তবে বাধাহীন!


লুকিয়ে কালো চাও, হেলা কর কালোতে!
তুমি কত কালো হে, অচেনা আলোতে।


:-[:-[:-[:-[:-[:-[:-[:-[:-[:-[:-[:-[:-[:-[:-[