মুহূর্তকাল অণু পরমাণু সময়,
বৃদ্ধিক্রম চলছে রঙিন বিশ্বময়;
এই পরিচয় অল্প সময় কঠিনতম
আজ শিশু, কাল কিশোর শুদ্ধতম।


কিছু বাঁচে কিছু যাচে
ছড়িয়ে খাবার কেউ নাচে!
কাঁদে কতেক কিংবা কেঁদেই ভাসে,
স্বভাব তবে, সব শিশুই কি হাসে?


নির্ভীক শিশু বড় হয়,
কেমন করে নির্ভীক রয়!
জন্ম শুরু জরা খরা জড়িয়ে ভয়,
কয়টি শিশু বলো নির্ভয়ে পায় জয়?


তোমার আমার আশেপাশে যত,
হেলাফেলায় কষ্টে নষ্ট শিশু শত!
মানবতার দ্বার খুলে ভুলো স্বার্থসিদ্ধি
মনোজগৎ বিকাশে দাও মনোবল বুদ্ধি;


স্বপ্ন দেখাও শিশুর চোখে এক,
রত্ন দিতে পারে এরাই অনেক;
যত্ন আদর বাড়াও পরিবার সামাজিক
এই শিশুরাই দিগ্বিজয়ী হতে পারে ঠিক।


তোমার পাশেই যথাসাধ্য নজর দাও,
অন্ততপক্ষে একটি শিশুর কষ্টে যত্ন নাও।