=====================


কোন ভুলে হায়! দুর্ভেদ্য প্রাচীর গড়ি
বিভাজন বিদ্বেষে ক্ষণিক সুখে উড়ি,
বহুরূপী কৌশলে ঢাকি উত্থান পতন
চাই না, পাই না, বলে অভিমান যতন।


পরাক্রম চাই, গোপনে লোভ কর্তৃত্ব
পরিক্রম নাই, অদক্ষ বিক্ষোভ নেতৃত্ব!
বিধ্বস্ত চরিত্রে বিলিয়ে যাই পরামর্শ,
সিদ্ধহস্ত দুর্মুখ দুর্জন, ভুলি পরামর্ষ।


সূর্যের মত জ্বলজ্বল তরুণ অমর,
কোথায় কবে হয়েছে কোন পামর!
সমুদ্রবৎ নিত্য জোয়ারের গর্জন
একটানা অবিরত চাই সুখের অর্জন।


বৃক্ষ পাহাড় কিংবা উচ্চতার মেঘ,
ভাবাবেশ অস্থির করে তুচ্ছ আবেগ;
আকাশসম উদার অসম্ভব অনুভব
তারার মত খসে পড়া তাও পরাভব!


তবে কি হাল ছেড়ে পাল ছিঁড়ে
তীরে বসে কান্না বেসামাল ভিড়ে,
না, না, মানব জীবন তাহা নয়
নিজেরে সেরা বলা মেকি কৃতিত্বময়।


জানো আর মানো, কিছু দাও বিলিয়ে
মিলে না কতকিছু, নিয়ে নাও মিলিয়ে।
=======================