দূরদেশে হেথা এক পাহাড়িয়া বাঁক,
মন রাঙ্গিয়ে দিলো বনমোরগ ঝাঁক
একজোড়া তোতাপাখি স্বরে সবাক,
লেজঝোলা আলাভোলা দৃষ্টি অবাক!


দুদিনের পরিচয় তবুও সবাই খুশি
মা আর ছানাপোনা দুইজোড়া পুষি,
হলুদিয়া পাখি বুঝি জেনেছে আগমন
কোকিলা থামেই না ডাকে আনমন।


ময়ূর ময়ূরীর ঠোঁটে সুৃখ সুখ কথা
ঘুঘুদল মাটি খুঁটে অবিরাম হেথা,
লাল ঝুঁটি কাকাতুয়া,সাথে হাসে মুনিয়া
সবুজ পাতার ফাঁকে ঝাঁকেঝাঁকে  টিয়া।


তরতর বেয়ে ধায় চতুর কাঠবিড়ালি,
জলাভূমি ছেড়ে আসে সাদা মরালী;
কত সুর সুমধুর আমারে ছুঁয়ে যায়
উদাস মনপবন আকুলিত ভাবনায়।


মৌটুসি টুনটুনি দিনভর গুনগুন
মৌমাছি মৌতাত মৌবনে গুঞ্জন,
ক্ষণিকের অতিথির পানে মনোরঞ্জন
বনের বিটপীও চায় আমার মানভঞ্জন।


কত কি ইশারায় প্রকৃতি আমায় টানে
আমি কি বুঝি সব, অতশত মানে!
মুগ্ধতায় অবশ হই বনপাখির গানে,
আমার মনের দুঃখ তারা কিছু জানে।


দারুচিনি দ্বীপদেশ পরবাসী দুখী চিত্ত
গাঙ্গেয় বদ্বীপ সবুজ সে আমার বিত্ত,
পার্থক্য খুঁজিনা কিছু স্থানগত আকৃতি
নিঃস্বার্থ অসীম বুঝি উদার এ প্রকৃতি।
____________________________