এক পৃথিবীর সমান তৃষ্ণা,
আকণ্ঠ গরল পান, দ্রোহ আপ্রাণ
এক আকাশ বিস্তৃত বিতৃষ্ণা,
হিংসা ঘৃণা হোক নিথর নিষ্প্রাণ।


এক সূর্যের যাবতীয় উষ্ণতায়,
হাঁড়মাংস গলে লোভ হোক নিশ্চিহ্ন
এক মরুপ্রান্তর মেঘের কৃষ্ণতায়
পাপতাপ চৌচির হয়ে যাক বিচ্ছিন্ন।


এক সাগর অসীম জলের অতলে,
ঘর্ষণ মন্থন ঘূর্ণনে বিশুদ্ধ হোক চরিত্র
এক নদী এলোমেলো ঘোলাজলে,
গঙ্গা যমুনা বয়ে বিশ্বময় ভাসুক পবিত্র।


এক অগ্নিগিরি গলিত তরল,
উষ্ণ লাভা গড়িয়ে যাক অসুখ বরাবর
এক হিমালয় উচ্চশির সরল,
চাপা পড়ুক সর্বদুখ উপড়ে ধরাধর।


এক ফালি চাঁদ থাক হেসে,
পূর্ণ চাঁদ না-ই হোক অমানিশা জীবনে
এক পাপড়ি তবুও ফুল বেশে,
পুষ্পিত সামান্য ছোঁয়া বিস্মিত ভুবনে।


একগাছি কোমল ঘাস, একপাতা সবুজ
এককণা স্নেহমাখা প্রবোধ হৃদয় অবুঝ।