ক্লান্ত আগুন নিত্য দহন পায়না শ্রান্তি,
     মিঠে রোদ ভিজে যায় বৃষ্টিতে
ছাঁই হয় উড়ে যায় অগণিত ভুলভ্রান্তি,
   চাঁদ সে সুহাসিনী জোছনা সৃষ্টিতে।


   সূর্য আসে যায় গোধূলি ডুব দেয়,
দিন হাসে কেড়ে নিয়ে রাত্রির অনুরাগ
  বাতাস অবলীলায় কত লুটে নেয়
ফুল ফোটে ঝরে যায় বিলিয়ে পরাগ।


ঢেউ তোলে নদী আশার জোয়ার তুলে,
      পাহাড়ে কাঁদে ঝর্ণা চায় সমতল
উদার আকাশ ডাকে সমুদ্রের হৃদয় কূলে
       সাগর মহাসাগরে ক্রমশ অতল।


লতা আর পাতায় পুষ্প বাঁধিতে চায়,
    শাখা প্রশাখায় প্রশান্ত অঙ্গশোভা
অরণ্যানী পশুপাখি চায় নির্জনতায়,
    স্পর্শসুখ পরস্পর  মনোলোভা।


কপোত কপোতী আর মানবের জোড়া,
    চাতক চাতকীও তৃষায় অধীর
রূপ রস গন্ধ বর্ণ কত অভিব্যক্তি মোড়া,
   প্রীতিময় প্রেমময় পাপপুণ্য মদির।


অবনী আঁচলের তলে কত কি প্রাপ্তি,
     সময় চলে যায় শুধুই হেলায়
বহুরূপে বহুমাত্রিক যত পাতকী তৃপ্তি!
  ছোঁয়াছুঁয়ি সুখদুঃখ অধীর খেলায়।
_____________________________