...........................................
__________________________


      লতায়ঘেরা বানাবো বসার ঘর,
বিশ্রামঘরে সাজাবো কিছু পাতাবাহার
      সমুদ্রজল, জোয়ার গর্জন প্রহর;
দলবেঁধে প্রাণবন্ত, খোলাই রবে দুয়ার।


     বালিতটে দুদণ্ড এলিয়ে শরীর,
ভেজা ভোর কিংবা গোধূলির বেলায়
     সাঁতারে পাবেই দেখা জলপরীর,
বারমাসি উচ্ছাস, উৎসবমুখর মেলায়।


  বৃষ্টিবেলা দেখে নিয়ো জলের নূপুর,
বারান্দাতে দাঁড়িয়ো, ফোঁটা দিবে সায়
   কর্মহীন, ঘর্মবিহীন নরম এক দুপুর;
গভীর বন্দর ছেড়ে তেড়ে আসা বায়।


   ফুলঘ্রাণ আর পাখিরবে স্বপ্নমুখর,
শুদ্ধচেতন চর্চায়, রঙিন বর্ণিল সুদিন
   তুলনাহীন পদচারণ সরবে প্রখর,
প্রাণভরে সুখছোঁয়া লভিয়ো অমলিন


     নীরবতা নামবে যখন শহরময়,
শামুক ঝিনুকের খোলসে অস্থির চাঁদ!
   বালিয়াড়ি মরীচিকা যত অয়োময়,
নির্বিঘ্ন প্রভাবহী প্লাবন ভাঙ্গবেই বাঁধ।


    এসো তবে মনোমত সেইক্ষণে,
বাতাসের ভরে আরো হাসিখুশি নিয়ে
    মধুরভাষী রাতকথার ময়ূরাসনে,
পূর্ণিমাহীন রাতেই দেবো চাঁদের বিয়ে।


=========♥♥=========