__==__==__==__==__==__==__==__


আনমনা হই, চারিধার ভরাই, দুষ্ট আনাড়ি
আনম্র কেন নই, আধিব্যাধি এ বাড়াবাড়ি!
উন্মনা হবোই, আনুষঙ্গে এবার ছাড়াছাড়ি


শুনতে পাই, কেউ নাকি বড় মাপের চোর!
দেখলে মনেই হয় না, সেকি মনেধরা ঘোর
শুধু চাই উন্মুক্ততা, আলোক প্রচ্ছন্ন ভোর।


দেখতে পাই, বড় বড় রাজনীতিবিদ নেতা
এড়িয়ে যাই, গায়ে মাখিই না আদিখ্যেতা !
আদপে চাই, আমজনতার আদিষ্ট প্রণেতা


জেনে যাই, অভাবী অভাগী কষ্টভোগ বেশ
খোঁজ জানাই, নির্ভীক - স্বাবলম্বী পরিবেশ
স্বাধিকার চাই, আত্মাহুতি দিন হোক শেষ।


পেটাতে চাই, নিজেরঢোল প্রতিবিম্ব আদল
মেটাতে তাই, নিজেই বাজাই বেসুরে মাদল
আদৌ কি বদলাই,আয়নার সামনে আদুল।


বদলে যাই, প্রতিক্ষণেই  প্রতিক্রিয়া বহুরূপ!
অদেখা রেখে দিই, আনৃণ্য নিজেরই স্বরূপ!
বদলাই! না আদৃত করি নিত্য বিনষ্ট বিরূপ।


=============================