----<<||>>------<<<|||>>>-----<<||>>----


বিগত বহুদিন | আঁধারের বরাবর |
বিশ্রুতি বিহীন | সরলমনা বিসর্জন |
ধূসর বিষুবপ্রদেশ | বিষণ্ণ ঊষর |
বিশ্বাসঘাতী | বিলজ্জ! ষড়ঙ্গ বিসর্পণ |


বিষয়াসক্ত হৃদয় |  বিষাক্ত বিসরণ |
বাসনা ভুলো ওগো | লালসার কালসাপ |
বিষকুম্ভ ভাঙ্গো | এবার শুদ্ধ শিহরণ |
তৃষা মিটুক | দিশা জাগুক | বৃষল শাপ |


বৃংহিত দেহ | ধরো অনুলেহ, বোধ বৃত্তি |
বার্ধক্য জরা ভুলে | বীতভয় মর্মমূলে |
বুঁদ হও | নহে অদ্ভুত! বীক্ষিত প্রবৃত্তি |
বিখ্যাত রও | বাহারি বাহাদুরি মনখুলে |


বিস্মৃতির অতল পাথার | বিষাদসিন্ধু |
বিস্মিত বিস্ময়ে! এবার | বিধেয় বিদৃত |
বিনীত বিন্যাসে | বিনোদিত বিদাহী বিন্দু |
বিত্রস্ত | ব্যতিব্যস্ত প্রাণ | বিদিত, আদৃত |


বিত্ত ছাড়ো | চিত্ত গড়ো | বিজিত বিচরণ |
বিচলিত গত | বিজড়িত স্মৃতি বিচ্যুতি |
বিগলিত করো | বিচ্ছিন্ন বিশ্রী আচরণ |
বিচ্ছায় বঞ্চনায় | বিচ্ছুরিত হোক দ্যুতি |


----<<||>>------<<<|||>>>-----<<||>>----