©========©<||><|><|><||>


বটগাছে মরা পাতা, ভাঙ্গাচোরা ছাতা
আলগোছে বুড়ো হালখাতা
     জমাটবদ্ধ জঞ্জাল, পাকুড় শেকড়
              তালকানা বেসামাল ধড় |


সময়ের নিনাদিত, তালে হেরফের -
বিষাদিত গোঁজা বিষাদের!
অগোছালো নিবেদিত, মায়াজাল ঘের
          এলোমেলো কাঁটা লতা ঢের |


আজকালকার বেলা, কানামাছি খেলা
নিশিদিন হেলাফেলা মেলা!
প্রেম গেছে জলে ডুবে,শ্যাম রাম হাসে
               নামধাম কাম  অবকাশে |


গদ্যপদ্য ছেঁড়াখোঁড়া, পঙ্গু কথামালা -
সকালবিকাল পোড়া জ্বালা!
নিঃশব্দ আসাযাওয়া, কারা আসে যায়!
              অজানা অচেনা অবেলায় |


এভাবে ওভাবে কত, দগ্ধ নিয়মিত
যেনতেন প্রভাবে নিহিত!
কাল কেন! আজ হোক, মুগধ বিহিত
             - শোভিত সবুজের সহিত |


<|><|><|><||>©=========©