===::::::::::::::♦:::::::::::::===


বহুদিন লাল নীল, কতকাল হলো গত
মিলেনি খোঁজ অমলিন যা!
সুদিন ক্রমে বিলীন, ঢিমেতাল গতি রত
      মেলেনি ভাঁজ! জড়িয়েছে পা |


জিঞ্জির হয়নি ভাঙ্গা, পাষাণী পিঞ্জর রাঙ্গা
জাহাঁবাজ নীতি হয় জারি!
বিধৌত ভাসেনি ডাঙা,নাশিনী খঞ্জর নাঙ্গা
              জুলুমবাজ - খবরদারি |


জালবাজ চালবাজে, জালিয়াত আওয়াজ
নৃলোক নৃশংস রয়ে যায়!
ধড়িবাজে হয় রাজ, বিরাজিত রেওয়াজ
          - নৃপতি নিস্ত্রিংশ হয়ে সায় |


জনতার গণদাবী; প্রণেতার দিক চাবি -
অকাতর থাক প্রতিজনে,
নৃপাসনে সুভাষণে, দ্রুততর হোক নাবি
            - সমাদর পাক জনগণে |


প্রতি দেশে প্রীতি রেশে,অবমুক্ত সুখী বেশে
- আপামরজনসাধারণ !
যতি নাশে ক্ষতিযুক্ত, চির মুক্ত-ভীতি শেষে
              - আপনার ধরণ ধারণ |


=====____♦♦_____======