[][]<>||||==<>|||| ♠♠ ||||<>==||||<>[][[


কোনোদিন অবসরে -
ভেবে দেখো একবার; তুমি নিজে কোথাকার?
ছোটাছুটি নানাদিক হুড়োহুড়ি ভরে!
কেন হেথা! যাবে কোথা? কোন কাজে হাহাকার
লুটোপুটি সবদিক পড়িমরি করে |


প্রতিদিন কার তরে -
পথঘাট ঘুরেফিরে; আপনারে রাখো ঘিরে
কতশত ভুল ভিড়ে স্বরূপ মিশিয়ে!
নদীতট মাঠ ছেড়ে; গোপনেরে দেখো ফিরে
বিকশিত ফুল ছিঁড়ে বিরূপ বিষিয়ে |


গতদিন ভয়ডরে -
চুপচাপ ভাবে দোলে, দেখেছ কি প্রাণখোলা?
অবসাদ অবলীলা উপহাস ভুলে;
ধুপধাপ রাগ বোলে, শিখেছ যা আলাভোলা
অবরোধ লীলাখেলা পরিহাস মূলে |


একদিন প্রাণভরে -
সুবাসিত অবকাশে; বেঁচে দেখো নব আশে
সুখময় আবাসনে ঠাঁই নিতে পারো,
বিভাসিত বেশবাসে; যেচে থেকো শুভ পাশে
দুখভার নিরসনে ভাই হতে কারো |


এইদিন হেরফেরে -
বারবার মায়াঘোরে, আর কতো কাছে দূরে?
এইবার হেসে উঠো একবারমাত্র!
কেন আর ভুল করে; হার এতো পাছে ঘুরে!
পাইবার শেষে মুঠো ভিখবার পাত্র |


||||==[][][]==|||| ♦♦♦ ||||==[][][]==||||