Π=======[[]][[♦♦]][[]]=======Π
.........::::.....::::......::::......::::.........


স্বপ্নিল; রঙিন, ব্যাপ্ত হে - সুশোভিত সুশোভনা
   কল্পিত বাস্তব্য বহুরূপ বিস্তৃত এই ভুবনে
      অঙ্কিত বা অঙ্কুরিত যতরকমভাবে -
ভালোবাসা হে, কোনভাবে তুমি আর কেঁদো না |


আর কোনো অশ্রুঝরা অধঃপতন চাই না!
     সুন্দর চোখ থেকে কপোল বেয়ে
অশোভন রোদনধারায় লজ্জিত যত বেদনাময়;
    বাস্তবতা সার্থকতা যেন অন্তর্গত রয়,
    আঘাতপ্রাপ্ত মর্মমূলে ফলন্ত দুঃখরাশি!
হৃদয় মাটিতে স্ফটিক চাষ অসম্ভব হোক বেশী |


প্রেম হে, কভু আর কান্নাকাটি করোনা
তুমি শুধু, সদ্যজাত খুশি হও কোমলতম হাসি!
      অবতরণ; অবরোহণ অবগুণ্ঠনে
   দানপ্রতিদান নয়! কিংবা জোর লুণ্ঠনে!
বেসামাল বিষণ্ণতা ও গাল ভেজানো ভুলে যাও,
অভাবনীয় সুখেরকাঁটায় সুবাসিত ফুল ফোটাও |


অপ্রাপ্তির ও অপেক্ষার চূড়ান্ত অবসান হোক
    বিফল প্রতীক্ষমাণ ক্ষণের শোক!
ভালোবাসা, এবার তুমি আরামপ্রিয় হও -
মুছে যাক গড়িয়ে পড়া, ঝরে যাওয়া চোখেরজল
       -  শুভ আলাপনে সুপ্রিয় সেরা সঙ্গপ্রিয়
           দিনেরাতে সমানুপাত ও সমজাতীয়
ভগ্নগৃহ ও প্রাসাদোপমে সমানসমান যাও -
    দহিত, চূর্ণিত ভগ্নহৃদয় মেরামত করে দাও |


বিশ্বময় যতরূপ প্রেম আর প্রেমিক প্রেমিকা
অসুখী কান্নাকাটিতে কেউ যেন পড়েনা ঢাকা
--- দীর্ঘশ্বাস ভুলে স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস নিতে
     বিরহ মাধ্যমে থাকা অশ্রুজল মুছে দিতে
উদ্ভাসিত হও প্রিয় সব মুখে;
বিভাসিত রও প্রাণময় সুখে,
    উদ্বিগ্ন বলিরেখায় দৃঢ় শক্তিশালী নয়
          শুধুমাত্র নিগূঢ় নিবিড়ভাবে প্রগাঢ় রও |


       ভালোবাসা হে, দীপ্তি মেলে ধরো -
ধরণীতলের সকল অশান্ত মন প্রশান্ত করো।
শতচেষ্টায় যে কান্না থামাতে পারছিনা আমরা!
অনুভূতি ভাগ করে নাও; অনুভব জাগিয়ে দাও
পাথরচাপা, থরেবিথরে সাজানো কান্না থামাও
     - এবার সকলের সাথে মিশে যাও ||


....[][][]............::::::::::...........[][][]....