স্বপ্নময় স্বপ্নঘোরে - স্বপ্নরূপ কত আবরণ    
     কিছুকিছু স্বপ্ন; এলোমেলো হয়,
মাঝেমাঝে অগোছালো যাযাবর হয়!
মানে না বারণ! জয় ভয় কিবা অবক্ষয়;
      সহযোগী খোঁজেনা অকারণ।


   সাজানো বাসভূমি ছেড়ে চলে যায় -
মরুভূমি, বালিয়াড়ি পদব্রজে করে ভ্রমণ!
   জানতেই পারেনা কার অনুসন্ধান -
         অলখে ক্ষয়িষ্ণু হৃদয়।
  মরুঝড়ে দিশাহারা প্রাণপণ সংগ্রাম;
চাপানো দুঃখের ক্ষত! চাপাবেদনার মত -
রাগে ক্ষোভে মাথাগোঁজা অসহায় ঠাঁই!
সমুদ্রতট বালির মাঝেই ডুবিয়ে রাখে নাক
  মিথ্যা কি সত্য নাগালের বাইরে সব,
      মনোভূমি খালিই পড়ে রয়।


  পতিত পদক্ষেপে,অশান্তির পদচিহ্ন!
     কোমল শোভন বায়ু বহে দূরে -
   আশ্রয়স্থল বিশ্রাম খোঁজে মরুদ্যানে
উদ্দেশ্যহীন উদ্দেশ্যসাধন কেমন অর্জন!
  গোপন থাকা গুপ্তবিদ্যা অহিত অভিন্ন;
     প্রতিধ্বনি বিদ্রূপে অপূর্ণ সাধন!
প্রকৃত না অতিপ্রাকৃত কোন মূর্খতারূপ
অধরা বহমান সময়ের মেলেনা নাগাল,
     বহন আর সহনে বেড়ে ওঠে দহন!
         কঠিন স্বপ্নজাল হয়না ছিন্ন।


  হারায়; পুড়ে যায়, বাকি কিছু উড়ে যায়!
       দূরে হাঁটা মাথানত দৃষ্টির সঙ্গে-
  মাথাকোটা; বিবেকী দংশনে নেই আক্রমণ!
পাগলপারা আয়োজনে বাড়ে পোশাকি আভাস
   ছবি ছাড়া স্বপ্ন আহা কল্পনাশ্রয়ী উপায়!
         জনমের দ্বেষ ওঠে দৃষ্টিপাতে -
  ঘটনাবলী ঘটে যত সাধারণ ও অসাধারণ
       জীবনের জন্য এই সবকিছু নয়!
     নিরাপদ, অনিরাপদ দুঃসহ দুঃসময়ে-
স্বপ্ন বা দুঃস্বপ্নে, যাযাবর স্বপ্নরাই করে বিচরণ।