<======★======>


জৈবনশালার মুক্ত দুয়ার জুড়ে  
নকশা কপাট ছিলো সদানন্দ খোলা
সময়ক্ষেপন করেছিলাম মিছে!
বাহিরবাড়ি ঘুরে অনেক পেরেশানি
আগুনগোলার তাপে গেলাম পুড়ে;
বাগানবাড়ির ফুলে দ্বন্দ্বগন্ধ দোলা!


চলতিপথে পথ ধরিনি সোজা;
অকারণের ক্লান্তি ঘেমেনেয়ে
উপরে উঠতে গিয়ে নেমেছি নীচে!
জেনেছি খানিক কিছু পঙ্কমাখা;
অজ্ঞানী বোধের ব্যর্থ কচকচানি!
উন্মাদনার অবাধ চোখে চেয়ে
চৌকাঠে জমতে দিছি কালি ধুলা!
ভেতরটা পোড়োবাড়ি শূন্য খাঁখাঁ;
আনাড়ি কৌতুহলের ভাঙাকুলা    
-সেইখানে অনেক ঋণের বোঝা!


বেখেয়ালের দেয়ালখানি বেয়ে;
বিরানভূমির গুপ্ত কাঁটার মেলা!
নাচনকোঁদন করা ইচ্ছে খুশি মতো  
কখন জানি ফুরোয় সাধের বেলা!
সাধন ছাড়া বাঁধন দিয়ে আর কতো?
- বয়ে যাবার অসার মানে হয়ে!


<=======©======>