◑_______◑_______◑


সফেদ সময়গুলো ক্ষীণ  -
বুকফাটা কেঁদে যায় দিন ক্ষণ গুনে
বিভোল অবোধ যারা বেখেয়াল মনে
একেবারে দায়হীন শুনেনি চিক্কুর!
অসার ভাবনা তলে,থিতু হয়ে বসে
বেখেয়াল হতে হতে নিভে যায় শেষে
- ছাইচাপা আগুনের স্তব্ধ দিন;
কানামাছি প্রহরের সহজিয়া ক্ষয়
মাথাচাড়া দিয়ে ওঠে, জলীয় আবেগ
ঘুণপোকা কেটে দেয় আবলুশ দিল!
অনায়াসে ভেঙ্গে পড়ে মিছে বালিবাঁধ  
বেদনার হুল ফোটা বিষাদ মাস্তুল  
-পিছু ফিরে দেখে সব পরিণামহীন!


আশায় দোলে কলমিলতা-
আকন্দ বিলাপ ধরে খোঁড়া অজুহাত
ভুঁইফোড় শ্যাওলায় ফোটে ভিন ফুল;
দ্বিগুণ উল্লাসে আরো হল্লা মিশে!
নিঝুম হোগলা বন, নির্ঘুম নিবেশে
হলুদ পাতায় খেলে জরাজীর্ণ রাত
- ঘুমঘুম বাঁচে নির্বাক মৌনতা;
নিরলে কাঁপতে থাকে ধুম অবসাদ
নীরস মাটির পেট, বিবর্ণ চৌচির!
সাধারণ তৃণভূমি ক্রমে মরুময়
দূরের মোহনা ডাকে আঁখিঠারে;
ভূমিকার সব দিকে বিষণ্ণ প্রাচীর  
-ঝরে পড়ে বাহারি চিরলপাতা!


________©________