♦ .....


এইতো অরুণ সময় ....
যখন নির্জন আমি একাকী আঁধারে
- করশাখা করতল সামনে মেলে,
একান্তে লেপ্টে থাকি মগ্ন আরাধনায়।
গোপন যে দুখবন্ধনী বুকের নন্দনে,
সেখানে আসমান রাখি জমিনের সাথী
- আমাকে রুখবে সেই সাধ্য কার!
অবাধ্য হৃদয় ছিঁড়ে ঝেড়ে মুছে ফেলে
- সাধ্যমতো ছাড়তে পারি বহু প্রয়োজন |


এইতো দারুণ সুযোগ ....
আপন নির্ঝর এক গড়ে নিতে পারি
- ধুয়েমুছে সাফ হতে কুণ্ঠাবিহীন,
দু’ফোটা শান্তির জল বিমল প্রশান্তির!
সন্তাপী ভ্রান্তির গলাটিপে মেরে,
ভোগের বিলাসী রোগের প্রশাখা ছেটে
- আমাকে যেতে হবে বহুদূর হেঁটে,
কৃষ্ণমর্মর কেটে এঁকে দিতে রঙিন
- নিজেকে গড়তে এই সেরা আয়োজন |


এইতো বরুণ চমক ....
আসন্ন কবর হতে বিষন্ন বিদায় দিতে
- ত্যাগেও তওবাতে অর্জিত ইনাম!
ঘুমাবো মিছে কেন অসাধ্যের কোলে,
আবেগ আঁকড়ে থাকা অবাধ্য ঘৃণায়!
নীরব মোহের দহে অশান্ত অসুখী দেহে;
গৌরব সৌরভ দাও সরব প্রণোদনা,
চর্চিত স্বপনে ছাড়ি বর্জিত সুনাম
- একটা বাধিত প্রাণ দাও হে প্রিয়জন ||


___________________
|||||||||..|||| © আগুন নদী © |||||||||||..||||||
............................................