নব যু‌গের নব কি‌শোল‌য়ে
জা‌গি‌ছে নতুন উম্মাদনা;
‌সে উম্মাদনায় আ‌ছে শুধু অবক্ষয়।


অযত্ন আর অব‌হেলায়
হতাশা আর অবলীলায়,
না‌হি আর গায় জীব‌নের জয়।


ধরা‌কে সরা শুধু জ্ঞান করা
র‌ন্ধ্রে-র‌ন্ধ্রে জ‌মে‌ছে যেন মৃত্যু জরা;
‌নেশা আর নেশা
শুধু চার‌দি‌কে হতাশা,
‌বেঁ‌চে থা‌কে তবু নীভু নীভু আশা।


‌সেই আশার মশাল হা‌তে
ছু‌টে যে‌তে হ‌বে প্রা‌তে,
‌ছি‌নি‌য়ে আন‌তে হ‌বে
‌বিজয় নিশান।


স্বার্থ ভু‌লে দে‌শের ত‌রে
‌বিলা‌বো প্রাণ অকাত‌রে,
জা‌গো‌রে জা‌গো কি‌শোর
‌তৈ‌রি হও রণাঙ্গ‌নে।


                          ‌খোলাহাটী
                           তা‌রিখঃ ১২-০৫-২০১৬