মু‌খোশ


দুঃখী জ‌নে দান ক‌রি আর
মস‌জি‌দে দেই চাঁদা,
তার আড়া‌লেই অপকর্ম
রয় য‌দি সব ঢাকা!


আমার পি‌ছে যে জন ঘু‌রে
‌ দে‌খি তা‌রে সুনজ‌রে,
সু‌যোগ পে‌লেই গলাধ‌রি
ক‌রি মোরা পুকুর চু‌রি!


জীবন-মরন সবই মা‌নি
‌কিন্তু আবার এও জা‌নি,
ধ‌র্মের কল হাওয়ায় ন‌ড়ে
সব সময়ই থা‌কি ড‌রে।


বাক-বাচ‌নের ধ্বজ্বা ধ‌রি
‌মি‌লে‌মি‌শে শ‌ক্তি গ‌ড়ি,
কা‌জে কা‌মে জবর ফাঁ‌কি
মু‌খোশ আবার খস‌বে না‌কি?


তা‌রিখঃ ৩০-০৬-২০১৮ খ্রিঃ
          খোলাহাটী