আকণ্ঠ অ‌নৈ‌কিতায় নিম‌জ্জিত আ‌মি
বারবার শপথ নি‌য়ে‌ছি;  
পাপ-প‌ঙ্কিল অন্ধকার জগৎটা‌কে  
দু'পা‌য়ে পদদ‌লিত ক‌রে আ‌লোর দিশারী হ‌তে।  


বজ্রক‌ণ্ঠে, দৃঢ়স্ব‌রে আওয়াজ তু‌লি মজ‌লি‌শে,  
আস্ফালন ক‌রি অ‌ন্যের ক্ষুদ্র ত্রু‌টি নি‌য়ে  
কিন্তু, নি‌জের আস্ফাল‌নের গ‌দি যে -
সীমাহীন অজ্ঞতার ফসল!  
তা ঢে‌কে থা‌কে বি‌দীর্ণ চিৎকা‌রে!


সাবলীল-ব‌লিষ্ঠ-কণ্ঠ কেঁ‌পে ও‌ঠে
আত্মার ব্যর্থতার পা‌পে ।
ব্যর্থতার দায়ভার দিই  ভাগ্য‌কে -
কর্ম‌কে দোষা‌রোপ ক‌রিনা কখনও
কারন তা যে আমারই দায়!


(মুহাম্মদ শ‌রিফুল ইসলাম
১৭ জুন ২০১৫, খোলাহা‌টি )