মাত্রতো আর ক’টা দিন!
              জানালার ওপাশে
            পায়াচারি করা কারো
                 ছায়া দেখে
           মন হবেনা আর মলিন!
          মাত্রতো আর ক’টা দিন!
        
          মায়াবী ঐ মুখের দিকে
            কারো কাঁটা দৃষ্টির
           যন্ত্রণা সইতে হবে না
         জীবন হবে অপার স্বাধীন!
         মাত্রতো আর ক’টা দিন!
      
        ভালোবাসায় মন ভোলাতে
         ছলনার আড়ালে চকিতে
             প্রিয় নাম ধরে
            ডাকবেনা কেউ
         শেষ হবে বিরক্তির দিন!
         মাত্রতো আর ক’টা দিন!


             কবে আসবে –
     আমার সেই প্রিয় মাহেন্দ্রক্ষণ?
           হৃদয়ের পিরামিডে
      মমি করা যন্ত্রণা না-কি প্রেম?
    ধারণ করে, সমাপন করতে হবে
               সমস্ত খেলা!
     খুলে দিতে হবে মায়ার বাঁধন।
প্রিয় মুখখানি ছবি শুধু শূণ্য ক্যানভাসে
            মনের তুলি দিয়ে
           আঁকার ব্যর্থ চেষ্টায়
            দিন কেটে যাবে –
           স্বপ্ন ভঙ্গের বেদনায়
     ঝাপসা চোখের অশ্রু মুছে মুছে;
    সান্তনার অনলে পুড়বে এ হৃদয় –
       সমস্ত কিছুর অবসান হবে
    জীবনাবসানের সমাপনী বারতায়
   সময়ের কাছে মানুষ বড় অসহায়!
        
        তাং - ২৭-০৩-২০১৭
              খোলাহাটী