শীতে চায়ের চুমুক মেখে শব্দেরা
বেষ্টনীর উষ্ণ ম্যগমা হয়ে উঠছে,
যেমন রাত্রি প্রথম প্রহরে শরীর
মাতে দেহখেলায়,উন্মত্ত শিহরনে।


হিংস্র পশুর আক্রমনে ছিন্নভিন্ন হয়ে
মুক্তি খোজে।
চাদর মোড়ানো ঘুমন্ত শহর,
কনকনে ছায়াপথের ধোয়াসা মাখছে স্নায়ুকোষে,
বুকের গভীরতা ভেদ করে।


হ্যন্ড ব্যগের লিপস্টিক, লুকিং-গ্লাসে
বন্দি প্রেমগুলো,
হাসিমুখ  খোজেনা ,ভাঙে না,
মচকায় না---
উবে যায় অজানা শহরে,
মাটি কামড়ে শিকড় বাধতে চায়।


স্থূলপ্রবাহে একটু একটু করে
ঠাই খুজে মরে তার অব্যর্থ প্রয়াস,
জাড্যতাহীন আরোগ্য কামনায়।