গলে যাচ্ছি একটু একটু করে
শীতল বরফে উষ্ণতার মত...
পর্যাপ্ত তাপে কতকি যায় গলে
ধাতু, অধাতু, কঠিন, তরল
কখনওবা নিস্পাপ মন।
তার খোঁজ কেবা রাখছে আজকাল!


আগুনে পুড়ে ফালার মত তীক্ষ্ণ হচ্ছে
ধাতু - অধাতুর এ প্রক্রিয়া।
রুপান্তর ঘটেছে কত চেহারা,
মৃত হয়েছে কত বাশি বিছানার স্বপ্নেরা।
খবর রাখা সম্ভব নয় তার।


শুধু জিয়ে রাখি
ভাঙা প্যাকিং বাক্সের শীতঘুম!


কতবার পায়ের শব্দে
ছমছম করে উঠেছে বুক,
ঘুম ভাঙা চোখ গুনেছে বুকে ধুকপুক।
সে খবর তুমি জাননা
তাই ভালোবাসার দাবি করো মিছে ---
তুমি বোঝনা রাত কতটা গভীর হয়
কতটা গভীরে লেগে থাকে তারাদের শূন্যতা
সারা আকাশ ঘিরে।


ওরা আমারি মত হার মেনেছে আজ
শেষবার জ্বলে উঠে, দমকা হাওয়ায়
নিভে যাবে একদিন অন্তহীনে....