বেনামে ডাকতে পার আমায় রাত বেরাতে,
সব নাম মুছে ফিকে হয়েছি
যে নাম তোমরা দিলে বরং
সে নামেই ডেকো।


অনাদরে বেসামাল হতে গিয়ে
যে ক্ষত আগলে ধরেছি
তার সূক্ষ্মতা জানবেনা কেউ কখনও।
সব না বলা হয়ে থাক যত্নে।


ভাঙনের ভিত কতটা মজবুত
তা হয়তো বোঝনি তুমি
তাই মিছে হাসি হাসতে পার অনায়াসে,
বুক কাঁপলে তার নরম অংশ
সিথিল হয় ক্রমাগত।
তারপর সে বুকে ফসল ফলে।
কবির শব্দেরা এভাবেই বাঁচতে পারে
কয়েকটা জীবন।।