কতটা ভালোবাসলে প্রেম গভীরতা পায়,
কেউ আমায় বলে দিতে পার?
জানা আছে কি
কোন যন্ত্রে তা মাপা যায়?
কোথায় লেগে থাকে প্রেম প্রেম গন্ধ?
স্পর্শগুলো কেন ফিরে ফিরে আসে বারবার,
তার অনুভব কতটা সক্রিয়?
তারা বাসা বাধে কোন আঁস্তাকুড়ে?


সব প্রশ্নের জবাব তোমায় দিতে হবে।
এই প্রশ্নগুলো তোমার - আমার মাঝেইত
বেঁচে আছে হাজার বছর ধরে...
ঠিক যেভাবে প্রাচীন সভ্যতার হদিস
খুঁজে বেড়াই...
তেমনি আমি তোমায় খুঁজতে থাকি
পথঘাট, চৌরাস্তার মোড়ে ---
হাতে হাত রাখি
প্রতিশ্রুতির স্তূপে চাপা পড়ে যায় দুটি হাত
স্পর্শ লেগে থাকে কানায় কানায়।


পূর্ণতার খোঁজে কেটেছে কত রঙিন বিকেল,
হাজারটা সূর্য অস্ত গেছে চোখের তারায়।


কেবল ছুটে চলেছি
নাম না জানা কোন পথ অজানায়!