এভাবে হারিয়ে যাবার মানে হয়না
গেঁথে ছিলে যেমন,বিধতে শরীরে
ব্যাপ্তিজুড়ে তীব্র সঞ্চালিকার মত
ছেঁড়া তারে ঝংকার হয়ে,
তেমনি বেজে ওঠো।


বাঘিনীর মত উপড়ে ফেলো সবুজ বীজ
পাতাবাহারের হলুদ ছিটে,
তোমার কোমল স্পর্শজুড়ে বিস্তর হচ্ছে--
পাহাড়ের উষ্ণতার ঢালে সঙ্গিহীন তপষ্যির
উদ্বেগ ভারাক্রান্ত বিকেলের ঠাই খুজছে
একটা রাত্রি নিশীথের খোঁজে।


পুরোনো খোলসের আবরণ ঘিরে
আদর মাখছে সোনাঝড়া রোদ্দুর;
অবকাশের ছায়া চিনে নেয় ভিড়ের চেনা মুখ
কনকনে সন্ধ্যে, একলা আকাশ,তারা গোনা
আজও তোমায় খোঁজে...