জান, জানু কতকি নামে ডেকেছো একদিন
নতুনত্ব বাড়াতে বহুরূপী ভঙ্গিমায়,
বেশ লাগত, খুশিও হতাম!
ছোট ছোট না পাওয়াগুলো
ভিক্ষুকের মতো হাত পাততো,
কখনও বা আহারের বদলে জুটতো
একরাশ মিথ্যে ভালোবাসা।
কই কাঁদছেনা তো কেউ!
কারো মাথাব্যথা নেই তা নিয়ে।
বড় হয়ে গেছি অনেকটা নির্জনতা পেড়িয়ে
আর কাঁদিনা ,
পথগুলো পিছু ফেলে বারবার ছুটে যাচ্ছি
জানিনা কোন পথ অজানার দেশে!
কূল খোঁজার ব্যর্থ প্রয়াস জাগে না আর মনে
শুধু মনে হয়
তোমার 'জান' শব্দটাকে
রাইফেলের গুলিতে ঝাঁঝরা করে দি,
মুছে ফেলি গানের অন্তরা।
মুখোশধারী পুরুষটির
প্রেম প্রেম খেলার অযৌক্তিক প্রয়াসে
বিদ্ধ হয়ে ফিরে এসো...
আশ্রয় পেয়ে যাবে এই বুকে।