যে কথা হোলনা বলা
পিছু ফিরতেই ঘিরছে পথঘাট,
গুটিকতক ভাবনা রঙিন
স্বপ্ন হয়ে আসে খবর নিতে
ভালো আছ?


দূরে নয়, পাশে আছি
অনেকটা কাছে ---
শুনছি পাজড় ভাঙা মরমর।


চোখের পর্দা ঘেরা
অনেকটা অভিমান, জলে ভেজা
মুহূর্তের মতো জুড়ে আছে
সমস্ত শরীর ;
এ অনুভূতি একান্ত তোমার,
আমি বলি
ভালোবাসার বজ্রাঘাত!


যে কথা হোলনা বলা
এভাবেই বাসা বাঁধতে থাকে তা গোপনে,
শুধু বলা হয়ে ওঠেনা।