কি করে তোকে বলব
কতটা বাঁচিয়ে রেখেছি,
কাঁপা ঠোঁট আর চোখের আদলে।
যত্নে, অযত্নে বাড়ছে
তার শিকড় -বাকল।


রাত্রি পোহাতেই
আঁধার-আলোর ওলট পালট,
কালো সাদা পর্দায় ঢাকছে
চেনামুখের আলতো হাসি।
পাল্টায়নি কোনোকিছুই,
আছি আজও তোর মাঝেই --
মেঘে মেঘে উজান পথে।
বাতাসের পালকে লেগে আছে
ভালোবাসা সংলাপ।


ওরাওতো কেঁদে ওঠে
তোর আমার মতো।
ওরাও বাড়তে থাকে এক পা দু পা করে
অন্তহীণ পথে।।