একটা অগভীর চোরাস্রোতে তোলপাড় হচ্ছে
আমার সব বিকে যাওয়া মুহুর্তরা;
তার মাঝে ডুবছে একটু একটু করে জোড়ানৌকোটা।


সাঁতরে পার হওয়া বেলেহাসের মত
ভাসছে এক টুকরো চাঁদ ;
রংমশালের আলোয় দেখছি বিকে যাওয়া
হরিণ চোখ।
পরাজয়ের ক্লান্ততা চুরমার করে দেখছি,
রোদনেভা বিকিরণ ভেদ করছে
তোমার আলতো-নরম আচ্ছাদন!


পথগুলো বেঁকে যায় মাঝপথে
তোমায় ছুঁতে দেয়না শেষবারের মত।
আরো একটা মাঝপথ খুঁজি
বেঁকে যাই, ফুরিয়ে যাই একটু একটু করে...