দিনের শেষে বৃষ্টি ভেজা রাত
আকাশে ছন্নছাড়া মেঘ,
ভাসছে রঙিন স্বপ্নেরা---
কে কোথায়, কার পিছে
কতটা পথ শেষে মিলবে আশ্রয়!


কেউ বলছেনা আর ভোর হলো,
দ্বোর খোলো!
বলছেনা এক‌টি বার আগ বাড়িয়ে
তোর কাঁধে থাকুকনা হাতটা!


হাত বাড়ালেই ছোঁয়া যায়
নরম হাত, ভেজা শরীর, ভাঙা মন।
অপেক্ষা আর কতক্ষণ?  
দূরে সরে যাচ্ছে জমিনটা
পাতালপূরী থেকে আরো গভীরে---
কতটা পিছিয়ে তুই?


লাল-নীল, হলুদ-বেগুনী
ছুঁতে পারেনা আর আমায়,
ধূসরে মিলেছে সাতরঙ
আজও একলা জেগে রই!!