কত কথা বলে ফেলি নিমেষে
এই করে করে মনের কথাটাই
বলা হলোনা!


কি করেইবা বলি
ক্ষানিকটা সময় বড্ড প্রয়োজন,
এলোমেলো, অগোছালো দিনরাত
মোহনায় মিলেছে এসে।
শুধু বললেই সব বলা হয়কি?


কত কিছু আছে বলার
আদি অন্ত ঘিরে মিল, অমিল ;
তার মাঝে বইতে থাকে
লুকানো অভিমান।


সব পেরিয়ে ছুঁতে হবে
ধ্রুব আকাশটাকে,
থাকুকনা ভেজা মন
মনের অন্তরালে।