শেষটা এতো সুন্দর হয় আগে বুঝিনি
তাই অবুঝের মতো বায়না ধরতাম।
আমায় ভিক্টোরিয়া নিয়ে যাবে!
সাইন্সিটি অথবা নিকো পার্কের
সবুজ ঘাসে ভেজা শরীরের ছোঁয়া
অনুভূতি জাগাতে পারো!
বিলিতি মদের উম্নত্ততা দিতে পারো আমায়!


ঝর্নার মতো উছলে পরতে সাধ জাগছে আজ...
শিশির গালের দু একটা ফোটার মতো
আমিও ঝরতে চাই অঝোরে।
তারপর...
দিনক্ষণ দেখে তুমি বিদায় দিও আমায়


বলবে!


এবার একটা বিয়ে করতেই পারো।
একঘেয়ে অতীত ভাবতে নেই
জাস্ট ইরিটেটিং!


ডার্লিং!
আমি আছিতো...


একদিন কথার জালেই হারিয়েছিলাম আমরা পথ অজানার দেশে ---
কতো শত দুর্গম -সুগম পেরিয়ে গেছি,
ক্লান্ততাবোধ আমাদের ক্লান্ত করতে পারেনি কখনও।


সে কথা থাক !
আজ আমার গায়ে হলুদ
শুভদৃষ্টি হবে।


শুভ মুহূর্তগুলো সত্যিই বারবার আসে না
তাই কথাতো রাখতেই হবে তোমায়।


অপেক্ষা সারিতে বাঁচুক প্রেম
দিনরাত বারোমাস ---
শুধু পারলে ফিরে এসো একবার
চেনা মরশুমে!
জেগে থেক রাতজাগা
নিঃশব্দ জুড়ে।।