সব রঙ মুছে নীল হতে চেয়ে
পিচ্ছিল হয়ে যায় নীলাভ
শুষ্ক হাতের অগ্রভাগ থেকে হেঁটে যাচ্ছে ছায়া
ছিদ্রপথে, শূন্য অবকাশে।
শব্দেরা ধরেছে আঁচলপথ
সেখানে সুগন্ধি নেই, শোভা আছে।


একটু একটু ছুঁয়ে যাই প্রতিদিন;
নীল হাসির বাঁধভাঙা বালুচর,
ভাঙছি তুমি-আমি এক বসন্তজুড়ে
কনকনে উচ্ছ্বাসে, নিঃশ্বাসে-বিশ্বাসে!


আহা! জেগে আছো অপলক...
জেগে আছে জানালার ফাঁসে
নীলাচল তোমার।
জেগে আছে নীলাধারে গাঢ় মেঘ
শূন্য আকাশ ঘিরে।
বুনো হাসের মতো তারাদের ভিড়ে
সজোরে ঝাপটা দেয় এসে...
আকাশ-কুসুম ফোটে ফুল।
নীলাচল বারবার হারাতে ব্যাকুল?