হারিয়ে যাবার গান গাইনি কখ‌নো
তুমি অনেকবার বলেছিলে,
ওই নীল সমুদ্র পেরিয়ে নাকি
একটা সুন্দর বসতি।
তোমার আমার মত মানু‌ষেরা সেখানে
বেশ নিরাপদ ।


দূরত্বের ভয়ে মুখ লুকিয়েছি কেবল
বুঝতেই চাইনি একটা নিরাপদ স্থান
কতটা প্রয়োজন।


কি করেইবা বুঝব?
আমি সত্যি বোঝার চেষ্টা করিনি,
তোমায় দেখতাম কেবল ফেলফেলিয়ে,
বাকি কাজ পড়ে থাকতো যেমন,
তেমনি আছে।


কিছুটা বদলেছি অকাতর---
একান্ত আড়ালের ঝিমঝিম শুনতেই
ফিরে আসি ফের বাদলা দিনে।
আসেনা বসন্ত আর ফিরে!