চৌকাঠ পেরতেই একটা নদী
ধুম্র পাহাড়ী গাছপালা ভেদ করে
ছুটছে তোমার খোঁজে ---
খুঁজে পাবার আসায় নয় ,
মীন স্রোতের নিঃসঙ্গতা ভেঙে
তোমায় ছুঁতে!
ক্ষানিকটা পথের শেষে
মনের বাঁধন।


আকাশ ছুঁতে চাইনি আমি
শুধু ইচ্ছেগুলো জিইয়ে রেখেছি
দুটি প্রাণের আচ্ছাদনে।
তুমি মেঘ হয়ে আসো,
আমিও বৃষ্টি ভালোবাসি!
তাই ঝড়তে থাকি অঝড়ে...


কেউ বললেন, আমি নিষিদ্ধ
মৌন হাত, ভগ্ন আঙুল
তবু কাটছে আখর।