হার মানছে না কেউ ক্ষণিকের জন্য।
পুরোনো শালিকের বাসা,কুঁড়েঘর
ছাউনিজুড়ে খড়ের শুকনো দেহ,
একটা লাল পিদ্দিম জ্বলে আছে।
টিমটিম সে আলো দিচ্ছে,
সন্ধ্যের কুয়াশা ভেদ করে দেখছি--
সে আলো ক্ষণিক ঘুম পাড়িয়ে
ফিরে গেল কুড়েঘরের ফুটফুটে রঙ মাখতে।
রাতের তারা আলো নিচ্ছিল তার কাছে,
দীঘির জলে ঝিকমিক ;
ঝিলের মাঝে সবার প্রিয় কুড়েঘরটি
মায়ের মত সুন্দর ছিল।
তারপর কত নকশা বদলেছে ঘরের,
ভিড়ের মাঝে হারিয়ে যাচ্ছে কুড়েঘরটি!
চোখ ঢুলুঢুলু ঘুম লুকানো, আবছা পিদ্দিমে।
ফিরছি কোন পথে?যাচ্ছি কোন গাঁয়ে?
কোথায় মেঠো পথ,কাদামাটি ছেলের দল?