প্রশ্ন ওঠে চাওয়া পাওয়া নিয়ে
বেচে থাকার সাথে অস্তিত্ত্ব নিয়ে,
মাঝে বাসা বাধে অধিকার।
এভাবেই খুজে বেড়াই আমাকে।
পাই সব্খানে---
স্নেহের পিন্জরে অথবা কবিতার অক্ষরে।
লীপি থেকে স্বরলীপি,
আর এলোমেলো সুরের সমাগমে।
সকাল-শন্ধ্যা-ভোর ছুটে চলে--
পথে পথ ঠেকে আজ ক্লান্ত,
বিভীষিকা মাঝে এক যৌবন-বসন্ত।
পোড়ে কিছু কৃপন মুহূর্ত
ব্যর্থতা গ্রাস করে অধিকার।
স্নেহ ভালোবাসা হয় প্লাষ্টিকে মোড়া
এক ব্ন্ছ্যনার উপহার…